Loading...

Adaratul Ma'Arif Madrasa Anower Branch

None, None

Adaratul Ma'Arif Madrasa Anower Branch

None, None

01877092150
Notice

School Notice

প্রতিষ্ঠান প্রধানের বানী

Mohammad Abdul Halim

একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে প্রয়োজন দক্ষ মানব সম্পদ। এ মানব সম্পদ তখনই দক্ষ ও উন্নত হয়, যখন তাদের মাঝে ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয় থাকবে। কারণ,শিক্ষাই উন্নত জাতি গড়ার শ্রেষ্ঠ হাতিয়ার। তাই ইসলামসহ সকল ধর্মে শিক্ষার জোরালো তাগিদ দেয়া হয়। যে দেশে শিক্ষিতের হার যত বেশি সে দেশ হবে তত উন্নত ও সমৃদ্ধ। দুঃখ জনক হলেও সত্য যে, আমাদের দেশে দু’ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে: ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষা। উভয় শিক্ষাই পরস্পরিক কাঙ্খিত সংযোগ না থাকায় স্ব-স্ব ক্ষেত্রে সু-নাগরিক গড়তে সক্ষম নয়। ফলে, প্রচলিত ধর্মীয় শিক্ষায় যুগোপযোগী ও সচেতন কর্মী সৃষ্টি হওয়া হতাশাব্যঞ্জক। অপর দিকে ধর্মীয় শিক্ষা ছাড়া শুধু সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের জীবন সুনিশ্চিত পতনমুখী। তাই একদল শিক্ষিত বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শে সুন্দর সমাজ বিনির্মাণে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিকল্পিত ও সুচিন্তিত এক অভিনব শিক্ষা পদ্ধতি নিয়ে ২০২২ সালে "এদারাতুল মা’ আরিফ মাদরাসা" নামে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। আল্লাহ তায়ালা আমাদেরকে খালেছ নিয়তে কাঙ্খিত। লক্ষ্য অর্জন করার ও যোগ্য মানব তৈরীর এই উদ্যোগকে কবুল করে মনজিলে মাকসুদে পৌঁছার তাওফিক দান করুন। আমীন।

Read More
Galleries

Picture Galleries